চট্টগ্রামSaturday , 4 March 2023
বিশেষ আয়োজন | ফটো | ভিডিও | বিজ্ঞাপন | প্রাইভেসি | যোগাযোগ | রমজান
Facebook | Twitter | GNews
Place your Ads here
  • প্রচ্ছদ
    আজকের সর্বশেষ সবখবর

    রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ আটক ১


    March 4, 2023 7:11 am
    Link Copied!

    রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এককেজি হিরোইনসহ মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমত (৩৫) কে গ্রেপÍার করেছে র‌্যাব-৫। শুক্রবার বিকেলে অভিযানে চালিয়ে গ্রেপ্তার করা হয়।
    শনিবার সকালে র‌্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল গোদাগাড়ী উপজেলার চরভূবনপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমত এর বাড়ীতে হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। র‌্যাব বিকেলের দিকে তার বাড়ী ঘেরাও করলে বাড়ীর ভেতর থেকে গেট খুলে দুইজন পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপরজন দ্রুত পালিয়ে যায়। এই সময় বাড়ী থেকে এককেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই বিষয়ে শুক্রবার রাতেই গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে অপারেশন অফিসার ফ্লাইট লে. মারুফ হোসেন খান জানান।

    রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এককেজি হিরোইনসহ মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমত (৩৫) কে গ্রেপÍার করেছে র‌্যাব-৫। শুক্রবার বিকেলে অভিযানে চালিয়ে গ্রেপ্তার করা হয়।শনিবার সকালে র‌্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল গোদাগাড়ী উপজেলার চরভূবনপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমত এর বাড়ীতে হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। র‌্যাব বিকেলের দিকে তার বাড়ী ঘেরাও করলে বাড়ীর ভেতর থেকে গেট খুলে দুইজন পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপরজন দ্রুত পালিয়ে যায়। এই সময় বাড়ী থেকে এককেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই বিষয়ে শুক্রবার রাতেই গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে অপারেশন অফিসার ফ্লাইট লে. মারুফ হোসেন খান জানান।