চট্টগ্রামFriday , 3 March 2023
বিশেষ আয়োজন | ফটো | ভিডিও | বিজ্ঞাপন | প্রাইভেসি | যোগাযোগ | রমজান
Facebook | Twitter | GNews
Place your Ads here
  • প্রচ্ছদ
    আজকের সর্বশেষ সবখবর

    রামুতে ২ যুবকের লাশ উদ্ধার


    March 3, 2023 7:02 am
    Link Copied!

    কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পৃথক ঘটনায় ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    ৩ মার্চ শুক্রবার সকালে ইউনিয়নের উখিয়ারঘোনা লামার পাড়াস্থ কালার ঘোনা গ্রামের আঁধার মানিকের পাশে গ্রামের নুরুল ইসলামের পুত্র হাবিবুল্লাহ প্রকাশ ফজর আলী (৩০) এর মৃত দেহ দেখতে পায়। স্থানীয় লোকজন

    পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত দেহের শরীর ও মুখে একাধিক ছুরিকাহতের চিহ্ন রযেছে বলে প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে।
    মৃত ওই যুবক কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলমের নাতী বলে জানা গেছে।

    স্থানীয়রা জানায় গত ২২ ফেব্রুয়ারী নিহত যুবক হাবিবুল্লাহ তারই এলাকায় আবদু শুক্কুর হত্যা মামলায় ২ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

    অপরদিকে আজ সকালে একই ইউনিয়নের লর্ট উখিয়ার ঘোনা গ্রামে কাঠাল গাছে ফাঁস লাগিয়ে এক যুবক আত্ন হত্যা করেছে।
    ইউপি সদস্য মোহাম্মদ কায়েস জানান গ্রামের

    হাফেজ আহমদের পুত্র আবদুল করিম (৩২) বাড়ীর পেছনে কাঠাল গাছে ফাঁস লাগিয়ে আত্ম হত্যার চেষ্টা করে।
    এসময বাড়ীর লোকজন তাকে মুমুর্ষাবস্থায় উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যেরত ডাক্টার তাকে মৃত ঘোষনা করে।

    কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পৃথক ঘটনায় ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
    ৩ মার্চ শুক্রবার সকালে ইউনিয়নের উখিয়ারঘোনা লামার পাড়াস্থ কালার ঘোনা গ্রামের আঁধার মানিকের পাশে গ্রামের নুরুল ইসলামের পুত্র হাবিবুল্লাহ প্রকাশ ফজর আলী (৩০) এর মৃত দেহ দেখতে পায়। স্থানীয় লোকজন
    পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত দেহের শরীর ও মুখে একাধিক ছুরিকাহতের চিহ্ন রযেছে বলে প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে।মৃত ওই যুবক কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলমের নাতী বলে জানা গেছে।
    স্থানীয়রা জানায় গত ২২ ফেব্রুয়ারী নিহত যুবক হাবিবুল্লাহ তারই এলাকায় আবদু শুক্কুর হত্যা মামলায় ২ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
    অপরদিকে আজ সকালে একই ইউনিয়নের লর্ট উখিয়ার ঘোনা গ্রামে কাঠাল গাছে ফাঁস লাগিয়ে এক যুবক আত্ন হত্যা করেছে। ইউপি সদস্য মোহাম্মদ কায়েস জানান গ্রামের
    হাফেজ আহমদের পুত্র আবদুল করিম (৩২) বাড়ীর পেছনে কাঠাল গাছে ফাঁস লাগিয়ে আত্ম হত্যার চেষ্টা করে।এসময বাড়ীর লোকজন তাকে মুমুর্ষাবস্থায় উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যেরত ডাক্টার তাকে মৃত ঘোষনা করে।