চট্টগ্রামThursday , 2 March 2023
বিশেষ আয়োজন | ফটো | ভিডিও | বিজ্ঞাপন | প্রাইভেসি | যোগাযোগ | রমজান
Facebook | Twitter | GNews
Place your Ads here
  • প্রচ্ছদ
    আজকের সর্বশেষ সবখবর

    কাদিয়ানীদের জলসা বন্ধের দাবীতে পঞ্চগড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ


    March 2, 2023 8:45 am
    Link Copied!

    পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সর্বস্তরের মুসলমান ।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শুরু হয় এ কর্মসূচি।দুপুর পর্যন্ত প্রশাসনের কোন আশ্বাস না পেলে,যোহরের নামায সড়কেই পড়ে মুসল্লিরা।এ সময় পঞ্চগড় শহরের সবকটি প্রবেশপথ বন্ধ হয়ে যানবাহনসহ জনদূর্ভোগে পড়ে পথচারীরা।
    এর আগে খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ইসলামি আন্দোলনসহ আটটি সংগঠন কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।তাদের দাবী অমুসলিম কাদিয়ানীদের সালানা জলসা বন্ধ করতে হবে।
    জানা যায়,আগামী ৩,৪,৫ মার্চ পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা অনুষ্ঠানের ঘোষণায়। সম্মিলিত মুসলমানদের এ কর্মসূচি।

    পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সর্বস্তরের মুসলমান ।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শুরু হয় এ কর্মসূচি।দুপুর পর্যন্ত প্রশাসনের কোন আশ্বাস না পেলে,যোহরের নামায সড়কেই পড়ে মুসল্লিরা।এ সময় পঞ্চগড় শহরের সবকটি প্রবেশপথ বন্ধ হয়ে যানবাহনসহ জনদূর্ভোগে পড়ে পথচারীরা।এর আগে খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ইসলামি আন্দোলনসহ আটটি সংগঠন কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।তাদের দাবী অমুসলিম কাদিয়ানীদের সালানা জলসা বন্ধ করতে হবে।জানা যায়,আগামী ৩,৪,৫ মার্চ পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা অনুষ্ঠানের ঘোষণায়। সম্মিলিত মুসলমানদের এ কর্মসূচি।