চট্টগ্রামFriday , 17 February 2023
বিশেষ আয়োজন | ফটো | ভিডিও | বিজ্ঞাপন | প্রাইভেসি | যোগাযোগ | রমজান
Facebook | Twitter | GNews
Place your Ads here
  • প্রচ্ছদ
    আজকের সর্বশেষ সবখবর

    দেশের প্রধান দুটি জুমার জামাত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল ও চরমোনাই দরবার শরিফে


    February 17, 2023 6:31 am
    Link Copied!

    আর কিছুক্ষনের মধ্যেই দেশের বৃহত্বম দুটি জুমার জামাত অনুষ্ঠিত হচ্ছে বরিশালের চরমোনাই দরবার শরিফ ও ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে। আজকের এ জুমার নামাজে অংশ গ্রহনের লক্ষ্যে ইতোমধ্যে বিপুল সংখ্যক মুসুল্লী এ দুটি দরবার শরিফে সমবেত হয়েছেন।
    চরমোনাই দরবার শরিফে গত বুধবার থেকে ফাল্গুন মাসের বার্ষিক মাহফিলে লক্ষ লক্ষ মুসুল্লী এ দরবারে রয়েছেন। চরমোনই দরবারে আজকের জুমার জামাত পূর্ব বয়ান করছেন শায়খ ফয়জুল করিম ছাহেব। হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই আজকের জুমার খোতবা প্রদান সহ জামাতে ইমামতি করবেন বলে জানা গেছে। শণিবার বাদ ফজর পীর ছাহেবের বিদায়ী বয়ান শেষে সকাল সাড়ে ৮টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাই দরবার শরিফে এবারের মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
    এদিকে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে আজ বাদ মাগরিব থেকে মহা পবিত্র বিশ^ উরশ শরিফ শুরু হচ্ছে। এ উরশ শরিফে অংশ নিতে ইতোমধ্যে দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন বিশ^ জাকের মঞ্জিলে পৌছেছেন। শুক্রবার রাতভর এ দরবার শরিফ মুখি জনশ্রোত অব্যাহত থাকার পরে সকাল থেকে দেশের বিভন্ন এলাকা থেকেও মুসিল্লীয়ানগন বিশ^ জাকের মঞ্জিলে ছুটে আসছেন। দুপর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ^ জাকের মঞ্জিলের প্রায় পুরো এলাকা পরিপূর্ণ হয়ে গেছে।
    দুপুর ১২টা থেকে বিশ^ জাকের মঞ্জিল বড় জামে মসজিদে বয়ান শুরু হয়েছে। হজরত মাওলানা লক্ষ্মীপুরী ছাহেব আজকের জুমার নামাজে খোতবা প্রদান সহ ইমামতি করবেন বলে জানা গেছে। মহা পবিত্র বিশ^ উরশ শরিফ উপলক্ষে বিশ^ জাকের মঞ্জিল ও সন্নিহিত প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা যুড়ে লক্ষ লক্ষ মুসুল্লীগন দিন-রাত এবাদতে মগ্ন রয়েছেন।

    আর কিছুক্ষনের মধ্যেই দেশের বৃহত্বম দুটি জুমার জামাত অনুষ্ঠিত হচ্ছে বরিশালের চরমোনাই দরবার শরিফ ও ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে। আজকের এ জুমার নামাজে অংশ গ্রহনের লক্ষ্যে ইতোমধ্যে বিপুল সংখ্যক মুসুল্লী এ দুটি দরবার শরিফে সমবেত হয়েছেন। চরমোনাই দরবার শরিফে গত বুধবার থেকে ফাল্গুন মাসের বার্ষিক মাহফিলে লক্ষ লক্ষ মুসুল্লী এ দরবারে রয়েছেন। চরমোনই দরবারে আজকের জুমার জামাত পূর্ব বয়ান করছেন শায়খ ফয়জুল করিম ছাহেব। হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই আজকের জুমার খোতবা প্রদান সহ জামাতে ইমামতি করবেন বলে জানা গেছে। শণিবার বাদ ফজর পীর ছাহেবের বিদায়ী বয়ান শেষে সকাল সাড়ে ৮টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাই দরবার শরিফে এবারের মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এদিকে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে আজ বাদ মাগরিব থেকে মহা পবিত্র বিশ^ উরশ শরিফ শুরু হচ্ছে। এ উরশ শরিফে অংশ নিতে ইতোমধ্যে দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন বিশ^ জাকের মঞ্জিলে পৌছেছেন। শুক্রবার রাতভর এ দরবার শরিফ মুখি জনশ্রোত অব্যাহত থাকার পরে সকাল থেকে দেশের বিভন্ন এলাকা থেকেও মুসিল্লীয়ানগন বিশ^ জাকের মঞ্জিলে ছুটে আসছেন। দুপর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ^ জাকের মঞ্জিলের প্রায় পুরো এলাকা পরিপূর্ণ হয়ে গেছে। দুপুর ১২টা থেকে বিশ^ জাকের মঞ্জিল বড় জামে মসজিদে বয়ান শুরু হয়েছে। হজরত মাওলানা লক্ষ্মীপুরী ছাহেব আজকের জুমার নামাজে খোতবা প্রদান সহ ইমামতি করবেন বলে জানা গেছে। মহা পবিত্র বিশ^ উরশ শরিফ উপলক্ষে বিশ^ জাকের মঞ্জিল ও সন্নিহিত প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা যুড়ে লক্ষ লক্ষ মুসুল্লীগন দিন-রাত এবাদতে মগ্ন রয়েছেন।