চট্টগ্রামThursday , 16 February 2023
বিশেষ আয়োজন | ফটো | ভিডিও | বিজ্ঞাপন | প্রাইভেসি | যোগাযোগ | রমজান
Facebook | Twitter | GNews
Place your Ads here
  • প্রচ্ছদ
    আজকের সর্বশেষ সবখবর

    চ্যাম্পিয়নস লীগেও হারের বৃত্তে আটকা চেলসি


    February 16, 2023 12:50 am
    Link Copied!

    ‘খারাপ সময় আসলে সব দিক দিয়েই আসে’ -প্রচলিত এই প্রবাদটি ইংলিশ ক্লাব চেলসির বর্তমান অবস্থার সাথে ভালোভাবেই মানিয়ে যায়।প্রিমিয়ার লীগ এফএ কাপ,সুপার কাপ,চ্যাম্পিয়ন্স লীগ-ব্লুজদের কাছে সব প্রতিযোগিতায় জয় যেন মরীচিকা। 
     
    ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যায় চেলসি।এ নিয়ে সর্বশেষ ৯ ম্যাচ জয়হীন থাকল গ্রাহাম পটারের দল।
    সর্বশেষ ১৪ ম্যচে তাদের জয় কেবল একটিতে। ২০২৩ সালে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্লুজরা।
     
    গতকাল ঘরের মাঠে  ম্যাচের ৬৩ তম মিনিটে ডর্টমুন্ডের হয়ে জয়সূচক গোলটি করেন জার্মান স্ট্রাইকার আদেইয়েমি।গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ব্লুজরা।৭৮তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল চেলসি। রুবেন লফটাস-চিকের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে কালিদু কলিবালির শট গোলরক্ষক আটকে দিলেও বল যাচ্ছিল জালে। গোললাইন থেকে ফেরান মিডফিল্ডার এমরে কান।আগামী ৭ মার্চ স্ট্যামফোর্ড ব্রিজে হবে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল।
     
     
     
     
     ‘খারাপ সময় আসলে সব দিক দিয়েই আসে’ -প্রচলিত এই প্রবাদটি ইংলিশ ক্লাব চেলসির বর্তমান অবস্থার সাথে ভালোভাবেই মানিয়ে যায়।প্রিমিয়ার লীগ এফএ কাপ,সুপার কাপ,চ্যাম্পিয়ন্স লীগ-ব্লুজদের কাছে সব প্রতিযোগিতায় জয় যেন মরীচিকা। 
     
    ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যায় চেলসি।এ নিয়ে সর্বশেষ ৯ ম্যাচ জয়হীন থাকল গ্রাহাম পটারের দল।
    সর্বশেষ ১৪ ম্যচে তাদের জয় কেবল একটিতে। ২০২৩ সালে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্লুজরা।
     
    গতকাল ঘরের মাঠে  ম্যাচের ৬৩ তম মিনিটে ডর্টমুন্ডের হয়ে জয়সূচক গোলটি করেন জার্মান স্ট্রাইকার আদেইয়েমি।গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ব্লুজরা।৭৮তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল চেলসি। রুবেন লফটাস-চিকের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে কালিদু কলিবালির শট গোলরক্ষক আটকে দিলেও বল যাচ্ছিল জালে। গোললাইন থেকে ফেরান মিডফিল্ডার এমরে কান।আগামী ৭ মার্চ স্ট্যামফোর্ড ব্রিজে হবে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল।