চট্টগ্রামSaturday , 11 February 2023
বিশেষ আয়োজন | ফটো | ভিডিও | বিজ্ঞাপন | প্রাইভেসি | যোগাযোগ | রমজান
Facebook | Twitter | GNews
Place your Ads here
  • প্রচ্ছদ
    আজকের সর্বশেষ সবখবর

    মোনাকোর কাছে পাত্তায় পায়নি মেসি-এমাবাপ্পেহীন পিএসজি


    February 11, 2023 10:19 pm
    Link Copied!

    মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপের কাপ  থেকে বিদায় নেওয়ার ক্ষত না শুকাতেই ফের বড় ধাক্কা খেল পিএসজি। মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পাত্তায় পায়নি পিএসজি। প্রতিপক্ষের মাঠের হাইভোল্টেজ ম্যাচটি তারা হেরেছে ৩-১ ব্যবধানে।
     
    এ ম্যাচে পিএসজির মূল একাদশে ছিলেন না আক্রমণ ভাগের দুই কাণ্ডারি মেসি ও নেইমার ।তাদের ছাড়া  পিএসজিও ছিল অনেকটা খাপছাড়া। অন্যদিকে ঘরের মাঠে মোনাকো শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। প্রথমার্ধেই পিএসজির তাদের উপর আক্রমণের ঝড় বইয়ে দেয়।প্রথামর্ধেই মূলত ম্যাচের সবগুলো গোল হয়েছে।পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা দারুণ কয়েকটি সেভ না করলে মোনাকোর জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। 
     
     
     মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপের কাপ  থেকে বিদায় নেওয়ার ক্ষত না শুকাতেই ফের বড় ধাক্কা খেল পিএসজি। মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পাত্তায় পায়নি পিএসজি। প্রতিপক্ষের মাঠের হাইভোল্টেজ ম্যাচটি তারা হেরেছে ৩-১ ব্যবধানে।
     
    এ ম্যাচে পিএসজির মূল একাদশে ছিলেন না আক্রমণ ভাগের দুই কাণ্ডারি মেসি ও নেইমার ।তাদের ছাড়া  পিএসজিও ছিল অনেকটা খাপছাড়া। অন্যদিকে ঘরের মাঠে মোনাকো শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। প্রথমার্ধেই পিএসজির তাদের উপর আক্রমণের ঝড় বইয়ে দেয়।প্রথামর্ধেই মূলত ম্যাচের সবগুলো গোল হয়েছে।পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা দারুণ কয়েকটি সেভ না করলে মোনাকোর জয়ের ব্যবধান হতে পারত আরও বড়।