চট্টগ্রামTuesday , 7 February 2023
বিশেষ আয়োজন | ফটো | ভিডিও | বিজ্ঞাপন | প্রাইভেসি | যোগাযোগ | রমজান
Facebook | Twitter | GNews
Place your Ads here
  • প্রচ্ছদ
    আজকের সর্বশেষ সবখবর

    মহিপুরে বিরল প্রজাতির বাজপাখি উদ্ধার

    admin
    February 7, 2023 6:41 am
    Link Copied!

    পটুয়াখালীর মহিপুরে বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার বেলা এগারোটায় মহিপুর থানার কুয়াকাটা পৌর শহরের তুলতালীর বিল থেকে বাজপাখিটি উদ্ধার করা। এটির বাম পাশের পাখায় কিছুটা ক্ষত রয়েছে।
    এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম জানান, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরে সঙ্গে ধস্তাধস্তি করতে ছিলো। পরে এটি কিছুটা আহত হলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে।
    মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠিয়ছি। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    পটুয়াখালীর মহিপুরে বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার বেলা এগারোটায় মহিপুর থানার কুয়াকাটা পৌর শহরের তুলতালীর বিল থেকে বাজপাখিটি উদ্ধার করা। এটির বাম পাশের পাখায় কিছুটা ক্ষত রয়েছে। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম জানান, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরে সঙ্গে ধস্তাধস্তি করতে ছিলো। পরে এটি কিছুটা আহত হলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে। মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠিয়ছি। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।