ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চার ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, সিএমএম আদালত ভবনের তিনতলা ভবনের তৃতীয় তলায় পুলিশ সুপারের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রথমে দুই ইউনিট পরে আরও দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চার ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।তিনি বলেন, সিএমএম আদালত ভবনের তিনতলা ভবনের তৃতীয় তলায় পুলিশ সুপারের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রথমে দুই ইউনিট পরে আরও দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।